সরকারি অনুদানপ্রাপ্ত মাহমুদ দিদারের পরিচালনায় ‘বিউটি সার্কাস’ সিনেমার শুটিং শুরু হয় ২০১৭ সালে।
অর্থ সংকটে সিনেমার কাজ অনেকদিন বন্ধ ছিল। এরপর প্রযোজক হিসেবে ইমপ্রেস টেলিফিল্ম যুক্ত হলে সিনেমার কাজ শেষ করেন পরিচালক। মুক্তির জন্য সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় তারকা অভিনেত্রী জয়া আহসান।
অবশেষে আনকাট সেন্সর ছাড়পত্র পেল এই সিনেমাটি।
এ সম্পর্কে মাহমুদ দিদার বলেন, ‘ঈদের আগে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দিয়েছিলাম। সিনেমাটিকে আনকাট সেন্সর ছাড়পত্র দিয়েছে বোর্ড। শিগগিরই সিনেমাটি মুক্তি দেব। মুক্তির আগেই “বিউটি সার্কাস” নিয়ে মানুষের প্রত্যাশা ও ভালোবাসা অভাবনীয়। সিনেমাটি নিয়ে আমাদের দীর্ঘদিনের লড়াই শেষ হতে যাচ্ছে। ২৩ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাবে। আশা করছি, আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক সিনেমাটি হলে গিয়ে দর্শক উপভোগ করবেন।’
সার্কাসের মালিক ও শিল্পী বিউটি এবং তার সার্কাস দলকে নিয়ে সিনেমার কাহিনী গড়ে উঠেছে।
এতে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস, তৌকির আহমেদ, গাজী রাকায়েত, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।
গত বুধবার তথ্যমন্ত্রী হাছান মাহমুদের হাতে ‘বিউটি সার্কাস’–এর পোস্টার তুলে দেওয়ার মধ্য দিয়ে সিনেমার প্রচারণা শুরু করেন পরিচালক মাহমুদ দিদার।