অশ্লীলতা ছড়িয়ে ৭৯ কোটি টাকা সিঙ্গাপুরে পাচার করেছে বিগো


অশ্লীলতা ছড়িয়ে ৭৯ কোটি টাকা সিঙ্গাপুরে পাচার করেছে বিগো


চীনের মালিকানাধীন ভিডিও শেয়ারিং অ্যাপ বিগো বাংলা লিমিটেড লাইভ চ্যাট ও অশ্লীলতা ছড়িয়ে বাংলাদেশি ব্যবহারকারীদের কাছ থেকে ১০৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এর মধ্যে ৭৯ কোটি টাকা সিঙ্গাপুরে পাচার করেছে এই অ্যাপ।

এমনটাই দাবি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

এ ঘটনায় বিগো টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) চীনা নাগরিক ইয়াও জিসহ পাঁচজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেছে সিআইডি। মামলার অপর চার আসামি হচ্ছে: বিগো বাংলা লিমিটেড, বিগো বাংলার কর্মী এস এম নাজমুল হক, আরিফ হোসেন এবং মুনসুন হোল্ডিং নামের একটি প্রতিষ্ঠান। মামলায় চীনা নাগরিক ও বিগোর এমডি ইয়াও জির বিরুদ্ধে ৭৯ কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুনঃ এলজিবিটি প্রচারণার দায়ে রাশিয়ায় জরিমানা টিকটকের

সিআইডি বলছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা দিয়ে কার্যক্রম শুরু করলেও প্রতিষ্ঠার কিছুদিন পর থেকেই প্রতিষ্ঠানটি ভার্চুয়াল ডায়মন্ড ও বিনস বিক্রির মাধ্যমে ব্যবহারকারীদের অর্থ হাতিয়ে নিতে শুরু করে। এছাড়া বিগো ও লাইকি অ্যাপ ব্যবহারকারীদের কাছ থেকেও অর্থ আত্মসাৎ করা হয়। সব মিলিয়ে গত দেড় বছরে ১০৮ কোটি টাকা হাতিয়ে নেয়া হয়েছে। এই টাকা পাচারে বিগো টেকনোলজিকে সহযোগিতা করেছে মুনসুন হোল্ডিং লিমিটেড। মূলত ‘সূর্য পে’ নামে একটি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে এই টাকা পাচার করা হয়েছে যার মালিকানা মুনসুন হোল্ডিংয়ের নামে।