ফেইসবুকে লক একাউন্ট ব্যবহার করে অশ্লীল ভাষায় আক্রম করা হলো ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে।
ফেইসবুক একাউন্টের ইনবক্সে অশ্লীল ভাষায় গালাগালির সম্মুখীন এর আগেও হয়েছিলেন স্বস্তিকা । তবে এতে তিনি চুপচাপ বসে থাকেন নি, বরং সংশ্লিষ্ট প্রোফাইলের স্ক্রিনশট নিয়ে নিয়ে ফেসবুকের দেওয়ালে শেয়ার করেন অভিনেত্রী।
তবে সামাজিক মাধ্যমকে হাতিয়ার করে এই ধরনের অশ্লীলতা কবে বন্ধ হবে এমন প্রশ্ন তোলেন স্বস্তিকা। শুধু তাই নয়, এই ধরনের ট্রোলাররা নিজেদের প্রোফাইল ব্লক করে রেখে, অন্যের টাইমলাইনে হাজির হয়ে কটাক্ষ করেন বলে অভিযোগ করেন ‘দিল বেচারা’ অভিনেত্রী।
উল্লেখ্য, সম্প্রতি সুশান্ত রাজপুতের মৃত্যুর পর স্বস্তিকা মন্তব্য করেছিলেন, ‘সুইসাইড আজকাল একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে।‘ এরপর থেকেই স্বস্তিকাকে নানাভাবে অ্যাসিড নিক্ষেপ ও ধর্ষণের হুমকি দেয়া হচ্ছিল।