আজ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন ডিপিডিসি আওতাধীন এলাকাবাসী


বিদ্যুৎ পাবেন ডিপিডিসি আওতাধীন এলাকাবাসী


১৯ জুলাই থেকে চলছে সারাদেশে চলছে শিডিউল করে এলাকাভিত্তিক লোডশেডিং। বিদ্যুতের ঘাটতি কমাতে প্রতিদিনই বিভিন্ন এলাকায় দফায় দফায় লোডশেডিং হচ্ছে।

তবে রোববার (১৮ সেপ্টেম্বর) ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) সার্ভিস এলাকায় কোনো লোডশেডিং নেই বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন : ভূতুড়ে বিদ্যুৎ বিল নিয়ে বিপাকে তারকারাও…

শনিবার (১৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিপিডিসি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই মুহূর্তে ডিপিডিসি এলাকায় কোনো লোডশেডিং নেই। তবে লোড কম বরাদ্দের প্রাপ্তিতে লোডশেডিং আরোপিত হতে পারে। ফলে হালনাগাদ তথ্য জানার জন্য সময়ে সময়ে সবাইকে ডিপিডিসির ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হয়েছে।

অর্থাৎ যদি সব ঠিক থাকে, ডিপিডিসির গ্রাহকরা আজ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন।