আবারও অস্ট্রেলিয়ার অসহায় আত্মসমর্পণ


আবারও অস্ট্রেলিয়ার অসহায় আত্মসমর্পণ


আবারও তিন দিনে হার! নাগপুর টেস্টের পর দিল্লিতেও ভারতের কাছে অস্ট্রেলিয়ার অসহায় আত্মসমর্পণ। সফরকারীরা এবার হেরেছে ছয় উইকেটে

১ উইকেটে ৬১ রান নিয়ে তৃতীয় তিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু বেশিদূর যেতে পারেনি সফরকারী দল। ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে ৫২ রান তুলতেই হারিয়েছে ৯ উইকেট। রবীন্দ্র জাদেজার দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়া ২৮ রান করতেই হারিয়েছে শেষ ৮ উইকেট।

মাত্র ১১৫ রান জয়ের লক্ষ্য টপকাতে ভারতকে খুব বেশি বেগ পেতে হয়নি। চার উইকেট হারিয়েই জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। লোকেশ রাহুল, এরপর রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়াররা আউট হলেও ভারত ম্যাচ হারতে পারে, এমন পরিস্থিতি তৈরি হয়নি।

ম্যাচসেরা হয়েছেন রবীন্দ্র জাদেজা। তবে পরিস্থিতি বিবেচনায় অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিনের ভূমিকাও অনস্বীকার্য। রোহিত, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলিরাই যেখানে অস্ট্রেলিয়ার স্পিনারদের জবাব দিতে পারেননি, সেখানে অস্ট্রেলিয়ার পথের বাধা হয়ে দাঁড়িয়েছিলেন অক্ষর ও অশ্বিন।

এই দুই লোয়ার অর্ডার ব্যাটসম্যানের ১১৪ রানের জুটির কারণেই প্রথম ইনিংসে ১ রানের বেশি লিড নিতে পারেনি কামিন্সের দল। প্রথম টেস্টে ফিফটির পর এই টেস্টের প্রথম ইনিংসে ৭৪ রানের ইনিংস খেলেন অক্ষর। অশ্বিন করেছেন ৩৭ রান।

দ্বিতীয় দিনের শেষ বিকেলে অস্ট্রেলিয়া ওয়ানডে মেজাজে ব্যাটিং করে ১২ ওভারে ১ উইকেট হারিয়ে তুলে ফেলে ৬১ রান।আজ সকালে হাতে থাকা ৯ উইকেটে মাত্র ৫২ রান তুলতে পেরেছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার শেষ ৭ উইকেটের ৬টিই জাদেজার। ৪২ রানে ৭ উইকেট জাদেজার ক্যারিয়ার-সেরা। টেস্টে দ্বিতীয়বারের মতো তাঁর ৭ উইকেট। এর আগে যা নিয়েছিলেন ইংল্যান্ডের বিপক্ষে, ২০১৬ সালে চেন্নাইয়ে (৭/৪৮)। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়েছেন জাদেজা।

এর আগে প্রথম টেস্টে ইনিংস ও ১৩২ রানে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত। দ্বিতীয় টেস্ট জয়ের ফলে চার ম্যাচ টেস্ট সিরিজে ২-০ তে এগিয়ে গেল ভারত।