ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১১


ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১১


ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের জরুরি সেবা বিভাগের মুখপাত্র। এসব হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১১ জন।

বৃহস্পতিবার বিকেলে রাশিয়া ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। তবে রাশিয়ার নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের অধিকাংশই ধ্বংস করেছে বলে দাবি করেছে ইউক্রেন।

এ বিষয়ে ইউক্রেনের জরুরি সেবা বিভাগের মুখপাত্র ওলেকজান্দর খরুনঝিয়ে হাতহতের সংখ্যা নিশ্চিত করেছেন দেশটির জাতীয় সম্প্রচারমাধ্যমের কাছে। দেশটির সংবাদমাধ্য কিয়েভ ইন্ডিপেনডেন্টন খরুনঝিয়ের বরাত দিয়ে এক প্রতিবেদন উল্লেখ করেছে, গত রাত এবং বৃহস্পতিবার সারা দিনে রাশিয়ার নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে ২২ জন হতাহত হয়েছে।

আরও পড়ুনঃ পাইপলাইনে ভারত থেকে পরীক্ষামূলক তেল আমদানি জুনে : নসরুল হামিদ

এদিকে, ইউক্রেনের শীর্ষ জেনারেলরা দাবি করেছেন, রাশিয়ার নিক্ষেপ করা ৫৫টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৪৭টিকেই গুলি করে নামানো হয়েছে। ইউক্রেনের সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক ভ্যালেরি জালুঝনি বলেছেন, ‘কেবল কিয়েভের আকাশ থেকেই অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।’

অপরদিকে, কয়েক মাসের অনিশ্চয়তার পর ইউক্রেনে ট্যাংক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। ট্যাংকের চাহিদা পূরণের আগেই যুক্তরাষ্ট্রের ‘এফ-১৬’-র মতো চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান চেয়ে বসেছে দেশটি।