২২ সেপ্টেম্বর, গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুযায়ী ২০২০ (অধিবর্ষ) সালের ২৬৫ তম দিন। বছর শেষ হতে বাকি রয়েছে আরও ১০০ দিন।
বঙ্গাব্দ বা বাংলা বর্ষপঞ্জি অনুসারে ৭ আশ্বিন, সাল ১৪২৭।
হিজরী বর্ষপঞ্জি অনুসারে ৪ সাফার, সাল ১৪৪২।
এক নজরে দেখে নিন, ইতিহাসের পাতায় ২২ সেপ্টেম্বর ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু তথ্য।
ঘটনাবলী
১৪৯৯ – বাসেল চুক্তির অধীনে সুইজারল্যান্ড একটি স্বাধীন রাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করে।
১৯১৫ – নদিয়া পৌরসভার নামকরণ করা হয় নবদ্বীপ পৌরসভা।
জন্ম
১৭৯১ – মাইকেল ফ্যারাডে, ইংরেজ রসায়নবিদ এবং পদার্থবিজ্ঞানী। (মৃ.২৫/০৮/১৮৬৭)
১৮৮৫ – এরিশ ফন স্ট্রোহাইম, মার্কিন চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা। (মৃ. ১৯৫৭)
১৮৯৫ – পল মুনি, মার্কিন মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা। (মৃ. ১৯৬৭)
১৯০২ – জন হাউজম্যান, ব্রিটিশ মার্কিন অভিনেতা ও প্রযোজক। (মৃ. ১৯৮৮)
১৯১২ – মার্থা স্কট, মার্কিন চলচ্চিত্র, মঞ্চ ও টেলিভিশন অভিনেত্রী। (মৃ. ২০০৩)
১৯১৫ – আর্থার লো, ইংরেজ চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা। (মৃ. ১৯৮২)
১৯৩৯ – জুনকো তাবেই, বিশ্বের প্রথম এভারেস্ট জয়ী নারী।
১৯৪৫ – পল ল্য ম্যাট, মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা।
১৯৫৬ – আনু মুহাম্মদ, বাংলাদেশী শিক্ষাবিদ ও সমাজকর্মী।
১৯৫৯ – সল পার্লমাটার, মার্কিন জ্যোতিঃপদার্থবিজ্ঞানী।
১৯৬২ – মার্টিন ক্রো, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার, ধারাভাষ্যকার ও লেখক।
১৯৭০ – এমানুয়েল পতি, ফরাসি ফুটবলার।
১৯৭৬ – থিলান সামারাবীরা, শ্রীলঙ্কান ক্রিকেটার।
১৯৭৮-এড জয়েস, আইরিশ ক্রিকেটার। মেহরাব হোসেন, বাংলাদেশী ক্রিকেটার।
১৯৮৪ – থিয়াগো সিলভা, ব্রাজিলীয় ফুটবলার।
মৃত্যু
১৮২৮ – শাকা জুলু, জুলু জাতির নেতা। (জ. ১৭৮৭)
১৮৯১ – তারকনাথ গঙ্গোপাধ্যায়, ঊনবিংশ শতাব্দীর একজন বাঙালি লেখক।(জ.৩১/১০/১৮৪৫)
১৯৫৬ – ফ্রেডেরিক সডি, ইংরেজ রসায়নবিদ। (জ. ১৮৮৭)
১৯৭০ – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি সাহিত্যিক। (জ.৩০/০৩/ ১৮৯৯)
১৯৭৪ – সৌমেন্দ্রনাথ ঠাকুর,সাম্যবাদী বাঙালি বিপ্লবী, লেখক ও চিন্তাবিদ।(জ.১৯০১)
১৯৭৯ – প্রমোদকুমার চট্টোপাধ্যায়, বাঙালি শিল্পী এবং আধ্যাত্মিক বিষয়ক লেখক। (জ. ১৮৮৫)
১৯৯৯ – জর্জ সি. স্কট, মার্কিন অভিনেতা, পরিচালক ও প্রযোজক। (জ. ১৯২৭)
২০০৩ – হুগো ইয়াং, ইংরেজ সাংবাদিক ও লেখক। (জ. ১৯৩৮)
২০১১ – মনসুর আলি খান পতৌদি, ভারতীয় ক্রিকেটার। (জ.০৫/০১/১৯৪১)
বিভু ভট্টাচার্য, বাঙালি অভিনেতা।(জ.১৭/০৯/১৯৪৪)
ছুটি ও অন্যান্য
স্বাধীনতা দিবস – বুলগেরিয়া ১৯০৮ সালে উসমানীয় সাম্রাজ্যের নিকট থেকে স্বাধীনতা লাভ করে।
স্বাধীনতা দিবস – মালি ১৯৬০ সালে ফ্রান্সের নিকট থেকে স্বাধীনতা লাভ করে।
বিশ্ব গাড়িমুক্ত দিবস৷