গরিলা হত্যার দায়ে এক ব্যক্তিকে ১১ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে উগান্ডার আদালত। জানা যায়, রাফিকি ছিল উগান্ডার সবচেয়ে বিখ্যাত গরিলা।
মোট ১৭টি পার্বত্য গরিলার একটি দলের প্রধান এই রাফিকি পর্যটকদের কাছেও জনপ্রিয় ছিল।
বিপন্ন এই প্রজাতির মাত্র এক হাজারের কিছু বেশি গরিলা টিকে আছে বলে মনে করা হয়। এই গরিলা উগান্ডার পর্যটন খাতের এক বড় আকর্ষণ।
ফেলিক্স বাইয়ামুকুমা অবশ্য দাবি করেছেন, গরিলাটি তাকে আক্রমণ করেছিল এবং আত্মরক্ষার্থেই সে গরিলাটিকে হত্যা করে।
রাফিকি নামের গরিলাটিকে হত্যায় দোষী সাব্যস্ত হওয়ার পাশাপাশি একটি হরিণ ও শূকর হত্যায়ও অভিযুক্ত হয়েছেন ফেলিক্স। উগান্ডা ওয়াইল্ডলাইফ অথোরিটির কাছে তিনি স্বীকার করেছেন, ছোট আকারের পশু শিকারের উদ্দেশ্যে নিয়েই তিনিসহ তিনজন সংরক্ষিত একটি এলাকায় ঢোকেন।