উগান্ডায় দৃষ্টিহীনদের স্কুলে অগ্নিকাণ্ডে ১১ মৃত্যু


উগান্ডায় দৃষ্টিহীনদের স্কুলে অগ্নিকাণ্ডে ১১ মৃত্যু


উগান্ডায় একটি দৃষ্টিহীনদের স্কুলে অগ্নিকাণ্ডে অন্তত ১১ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার স্থানীয় সময় রাত ১টার দিকে মুকোনো জেলার সালামা স্কুল ফর দ্য ব্লাইন্ডে আগুন লাগে।

আরও পড়ুনঃ চীনের প্রেসিডেন্ট শি জিংপিংকে প্রধানমন্ত্রী’র অভিনন্দন

এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কতৃপক্ষ।

সাধারণত ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক লাইনকেই এসব ঘটনার দায় দেওয়া হলেও কখনো কখনো উদ্দেশ্যমূলকভাবেও আগুন লাগিয়ে দেওয়া হয়, বলছে দেশটির সরকার।