এলজিবিটি প্রচারণার দায়ে রাশিয়ায় জরিমানা টিকটকের


এলজিবিটি প্রচারণার দায়ে রাশিয়ায় জরিমানা টিকটকের


আইন ভেঙ্গে এলজিবিটি প্রচারণার অভিযোগে টিকটককে জরিমানা করেছে রাশিয়া। রাশিয়ার গণমাধ্যমের দেয়া তথ্য অনুযায়ী ভিডিও শেয়ারিং এই প্লাটফর্মকে ৩০ লাখ রুবল (৫১ হাজার ডলার) জরিমানা করেছে মস্কোর টাগানস্কি ডিস্ট্রিক্ট কোর্ট।

এ ছাড়া, ইউক্রেইনের এক রাজনৈতিক নেতার সাক্ষাৎকারকে ভুল তথ্য আখ্যা দিয়ে স্ট্রিমিং সেবা টুইচকেও জরিমানা করেছে দেশটি।

এ বিষয়ে রাশিয়ার সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্স জানিয়েছে, আদালতে এই কার্যক্রম বন্ধ করার অনুরোধ করেছেন এক টিকটক মুখপাত্র। তবে, এর অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করেনি তারা। টিকটকের বিরুদ্ধে এই মামলার কারণ প্ল্যাটফর্মে অপ্রথাগত মূল্যবোধ, এলজিবিটি ও নারীবাদ প্রচারণার পাশাপাশি প্রথাগত যৌন মূল্যবোধের বিকৃত উপস্থাপনা।

আরও পড়ুনঃ ‘টিকটক কথা শুনতে শুরু করেছে’

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন প্রযুক্তি জায়ান্টের সঙ্গে মস্কোর দীর্ঘদিনের বিরোধকে চিহ্নিত করে এইসব জরিমানা। এর মধ্যে আছে কনটেন্ট নিয়ে জরিমানা, ডেটা স্টোরেজের দাবি করা ও কয়েকটি সরাসরি নিষেধাজ্ঞা।

এদিকে অ্যামাজন মালিকানাধীন টুইচকে ৪০ লাখ রুবল (৬৮ হাজার ডলার) জরিমানা করেছে দেশটি। ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির পরামর্শক অলেকসি অ্যারেস্টোভিচের সাক্ষাৎকার নেওয়ার কারণেই টুইচের ওপর চড়াও হয়েছে দেশটি।