১) ১৯৯২-৯৩ মৌসুমে প্রিমিয়ার লিগ নামকরণের পর এই প্রথম শিরোপা স্বাদ পেল লিভারপুল। লিভারপুলের এই অর্জনের সঙ্গে ইতিহাসে নাম লেখা হয়ে গেছে ইয়ুর্গেন ক্লপের।
২) লিগে ৭ ম্যাচ বাকি রেখেই শিরোপা নিশ্চিত করেছে লিভারপুর। ইংল্যান্ডের শীর্ষ লিগে সবচেয়ে বেশি ম্যাচ বাকি রেখে শিরোপা জেতার রেকর্ড এটি।
৩) ইংল্যান্ডের শীর্ষ ফুটবল লিগের ১৩১ বছরের ইতিহাসে প্রথম জার্মান কোচ হিসেবে শিরোপা জয়ের কীর্তি গড়লেন ক্লপ।
৪) চলতি লিগে নিজেদের মাঠ অ্যানফিল্ডে ১৬ ম্যাচের সবক’টি জিতেছে লিভারপুল। বাকি আছে আর তিনটি হোম ম্যাচ। তিনটিই জিতলে এক মৌসুমে ঘরের মাঠে সব ম্যাচ জয়ের রেকর্ড নিজেদের করে নেবে তারা।
৫) ইংল্যান্ডের শীর্ষ ফুটবলে লিভারপুলের মোট শিরোপা ১৯। ১৯ শিরোপার ১৮টিই ‘প্রথম বিভাগ যুগে’ জিতেছিল তারা।
৬) তাদের সামনে আছে দারুণ এক কীর্তি গড়ার হাতছানি। লিগের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ ১০০ পয়েন্ট পাওয়ার রেকর্ড ম্যানচেস্টার সিটির। বাকি সাত ম্যাচে ১৫ পয়েন্ট পেলেই লিভারপুল পৌঁছে যাবে নতুন উচ্চতায়।
৭) দ্বিতীয় স্থানে থাকা সিটির সঙ্গে এ মুহূর্তে লিভারপুলের পয়েন্ট ব্যবধান ২৩। এই ব্যবধান ধরে রেখে লিগ শেষ করতে পারলেও আরেকটি রেকর্ড গড়বে তারা। ২০১৭-১৮ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১৯ পয়েন্ট পেছনে রেখে শিরোপা জিতেছিল ম্যানচেস্টার সিটি। নিকটতম দলের চেয়ে সবচেয়ে বেশি ব্যবধানে এগিয়ে থেকে লিগ জয়ের রেকর্ড সেটিই।