কথা বললেও ছড়াতে পারে করোনাভাইরাস!


দেশে করোনা-র দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা, প্রস্তুত থাকার পরামর্শ


হাঁচি-কাশির মাধ্যমে মাধ্যমে ছড়াতে পারে করোনাভাইরাস এ তথ্য আগেই জানিয়েছিলেন গবেষকরা। এবার জানা গেল,  রোগীরা কথা বলা ও শ্বাস-প্রশ্বাস নেয়ার সময়ও ছড়াতে পারে এ ভাইরাস, যেতে পারে পারে দুই মিটারেরও (ছয় ফুট) বেশি দূরত্বে।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নেব্রাসকার এক গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। যদিও তাদের এ গবেষণার ফলাফল এখনও পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়নি।

গবেষকরা জানিয়েছেন, এধরনের মাইক্রোড্রপলেট বাতাসে কয়েক ঘণ্টা পর্যন্ত থাকতে পারে।

বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদন থেকে জানা যায়,নেব্রাসকার গবেষকরা পাঁচজন কোভিড-১৯ রোগীর হাসপাতালের বেডের নিচের ৩০ সেন্টিমিটার ওপর থেকে বাতাসের নমুনা সংগ্রহ করেন। এসময় রোগীরা স্বাভাবিকভাবে কথাবার্তা বলছিলেন, কেউ কেউ কাঁশছিলেনও। ফলে, তাদের মুখ থেকে মাইক্রোড্রপলেট (অতিক্ষুদ্র তরলকণা) বা অ্যারোসল বের হচ্ছিল।

নেব্রাসকার গবেষকরা হাসপাতাল থেকে এক মাইক্রন ব্যাস আকারের মাইক্রোড্রপলেট সংগ্রহ করেন এবং সংগৃহীত ১৮টি নমুনার মধ্যে গবেষণাগারে তিনটির প্রতিলিপি তৈরি করতে সক্ষম হন।