করোনার আক্রান্ত আরও ২৬শ’


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24


দেশে চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও দুই হাজার ৬৫৪ জন। ফলে প্রাণঘাতী এ ভাইরাসে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৪৬ হাজার ৬৭৪ হাজার  জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৩ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে তিন হাজার ২৬৭ জনের।

করোনাভাইরাস বিষয়ে বুধবার (৫ আগস) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে নাসিমা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১৯০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় ৮ই মার্চ। আর প্রথম মৃত্যুর খবর আসে ১৮ই মার্চ।

এছাড়া গোটা বিশ্ব এখন করোনাভাইরাসের ছোবলে বিপর্যস্ত। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ায় এই ভাইরাস। ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা এক কোটি ৮৭ লাখ ১৭ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে সাত লাখ ৪ হাজারের অধিক, তবে ১ কোটি ১৯ লাখ ৩৬ হাজারের বেশি রোগী এরই মধ্যে সুস্থ হয়েছেন।