মহামারির ইতিহাসে সবচেয়ে বড় ব্যাঘাত ঘটিয়েছে করোনাভাইরাস। এ ভাইরাসের কারণে জুলাইয়ের মাঝামাঝি বিশ্বের প্রায় ১৬০ দেশে স্কুল বন্ধ ছিলো। আর এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১০০ কোটিরও বেশি শিক্ষার্থী বলে জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের একটি প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানোনো হয়েছে।
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, যেসব দেশে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে এসেছে সেসব দেশে অগ্রাধিকার ভিত্তিতে পুনরায় স্কুল চালু করা যেতে পারে। না হলে করোনার কারণে বিশ্বের প্রায় ৪ কোটির শিশু প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়তে পারে।
এক ভিডিও বার্তায় জাতিসংঘের প্রধান বলেন, মহামারির আগেই প্রায় ২৫ কোটি শিশু বিদ্যালয়ের বাইরে ছিল। উন্নয়নশীল দেশগুলোতে মাত্র চতুর্থাংশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা অর্জন করেছে শিক্ষার্থীরা। এখন আমার একটি বিপর্যয়ের মধ্যে রয়েছি, যা আমাদের সম্ভাবনা বাধাগ্রস্ত করে কয়েক দশকের অগ্রগতি হ্রাস করতে পারে এবং বৈষম্যকে আরও বাড়িয়ে তুলতে পারে।