করোনার ভয়ে ক্যানসারচিকিৎসা যেন থেমে না যায়। বাবা-মা কে এমন পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কারণ করোনাভাইরাসে সুস্থ শিশুদের চেয়ে ক্যানসারে আক্রান্ত শিশুরা বেশি ঝুঁকিতে নেই।
বুধবার (১৩মে) মেডিক্যাল জার্নাল জ্যামা অনকোলোজিতে প্রকাশিত এক প্রতিবেদনে ডাক্তররা বলেন, আমরা নিশ্চয়তা দিচ্ছি যে, করোনায় সুস্থ শিশুদের চেয়ে ক্যানসারে আক্রান্ত শিশুরা বেশি ঝুঁকিতে নেই। বিষয়টি আমাদের গবেষণায় প্রমাণিত হয়েছে।
গবেষণা প্রতিবেদনের সহরচয়িতা নিউইয়র্কে মেমোরিয়াল স্লোন কেটেরিং ক্যানসার সেন্টারের শিশু বিশেষজ্ঞ ডা. অ্যান্দ্রো কুংগ বলেন, গবেষণা থেকে এ বিষয়ে আমরা অবগত হতে পেরেছি।
তাই ক্যান্সারে আক্রান্ত শিশুদের ক্যানসার চিকিৎসা দিলে তারা করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে এমন চিন্তা আর করার প্রয়োজন নেই। যত দ্রুত সম্ভব তাদের চিকিৎসা চালিয়ে যেতে হবে।
সূত্র: রয়টার্স