চলমান করোনা সংক্রমণে পশ্চিমবঙ্গে এবার এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন চন্দননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদত্তা রায়। জানা যায়, অন্যরাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের যত্ন নিয়ে ফিরিয়েছিলেন বাড়ি।
কিন্তু করোনা আক্রান্ত হয়ে তাঁরই আর বাড়ি ফেরা হল না। মাত্র ৩৮ বছর বয়সেই নিভে গেল জীবনদীপ। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে চন্দননগরের মহকুমা শাসকের দফতরে। তরুণী WBCS আধিকারিকের মৃত্যুতে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মৃত WBCS আধিকারিক দেবদত্তা রায়ের পরিবারকে সমবেদনা জানিয়ে চিঠি পাঠিয়েছেন মমতা।
ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ফিরে ডানকুনি স্টেশনে নামতেন যেসব পরিযায়ী শ্রমিক তাদের বাড়ি ফেরানো সহ দেখভালের দায়িত্বে ছিলেন এই তরুণী WBCS আধিকারিক। সেইসাথে তিনি কাজের প্রশংসাও পেয়েছিলেন।
দিন কয়েক ধরেই জ্বরে ভুগছিলেন চন্দননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ৷ করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসার পর বাড়িতেই হোম আইসোলেশনে ছিলেন তিনি। রোববার অবস্থার অবনতি হওয়ায় শ্রীরামপুরের শ্রমজীবী হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
চিকিৎসকেরা জানান, তাঁর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সাংঘাতিকভাবে কমে গিয়েছিল। করোনার সঙ্গে লড়াইটা শেষ পর্যন্ত হেরে গেলেন তিনি। সোমবার সকালে মৃত্যু হয় তাঁর। তিনি ৪ বছরের এক সন্তান রেখে গেছেন।
সূত্র: নিউজ ১৮ বাংলা।