দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় মঙ্গলবার (২১ জুলাই) একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। এতে নয় সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। নিখোঁজ আরও দুই সেনা সদস্য।
কলম্বিয়া সেনাবাহিনীর পক্ষ থেকে দুর্ঘটনার বিষয়ে একটি টুইট বার্তায় বলা হয়, দুর্ভাগ্যবশত, আমরা নয় সেনা সদস্যের মরদেহ খুঁজে পেয়েছি।
জানা যায়, বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটিতে ১৭ জন সেনা সদস্য ছিলেন। দুর্ঘটনার পর ১১ সেনা সদস্যই নিখোঁজ ছিলেন। এদের মধ্যে নয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এটি দুর্ঘটনা নাকি হামলা সে বিষয়ে কলম্বিয়া সেনাবাহিনীর পক্ষ থেকে বিস্তারিতভাবে কিছু বলা হয়নি।
সেনাবাহিনীর বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি কলম্বিয়ার গুয়াভিয়ার রাজ্যে বিধ্বস্ত হয়। এই রাজ্যটিতে কলম্বিয়ার সাবেক বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী ফার্ক গেরিলাদের তৎপরতা রয়েছে।
২০১৬ সালে কলম্বিয়া সরকারের সঙ্গে ফার্ক বিদ্রোহীদের ঐতিহাসিক একটি শান্তি চুক্তি হয়। ওই চুক্তির মধ্য দিয়ে কলম্বিয়ায় অর্ধ শতাব্দি ধরে চলা সংঘর্ষের অবসান ঘটে। তবে ওই ফার্ক বিদ্রোহীদের প্রায় দু হাজারের বেশি সদস্য তখন শান্তি চুক্তিতে অংশ নেননি।