কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের করোনা পজেটিভ এক স্বাস্থ্য কর্মীর সংস্পর্শে তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের বাড়ি সদরের হাসপাতাল পাড়া এলাকায়। এছাড়াও সদর উপজেলায় রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট ফেরত এক ব্যক্তি সহ জেলায় আরও দুইজন করোনা পজেটিভ সনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৮ এ দাঁড়ালো। সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, কুড়িগ্রাম সদর উপজেলায় হাসপাতাল পাড়ায় এক নারী করোনা পজেটিভ হয়েছেন। এর আগে ওই নারীর স্বামী করোনা পজেটিভ সনাক্ত হন। তিনি কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডে স্বাস্থ্য কর্মী হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও জেলা শহরের ভকেশনাল মোড় এলাকায় রংপুর পলিটেকটিক ইনস্টিটিউট ফেরত এক ব্যক্তি করোনা পজেটিভ সনাক্ত হয়েছেন। তিনি রংপুর পলিটেকটিক ইনস্টিটিউটের কর্মচারী বলে জানা গেছে। তবে তার শরীরে বর্তমানে কোনও উপসর্গ নেই বলে জানায় স্বাস্থ্য বিভাগ।
কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম জানান, আক্রান্ত ব্যক্তিদের আইসোলেশনে নেওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, জেলার উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের মাটিয়াল আদর্শ বাজার এলাকায় নীলফামারী ইপিজেড ফেরত এক শ্রমিক করোনা পজেটিভ হয়েছেন। ওই ব্যক্তির বাড়ি উলিপুর উপজেলায় হলেও চিলমারী উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে। পরে ১৩ মে প্রাপ্ত প্রতিবেদনে তিনি করোনা পজেটিভ সনাক্ত হন।
জেলা প্রশাসন কর্তৃক প্রাপ্ত তথ্য অনুযায়ী (১৩ মে প্রকাশিত) এ পর্যন্ত কুড়িগ্রাম থেকে মোট ৯১৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ৬৪৫ জনের ফলাফল পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ৫ জন সুস্থ্য হয়ে বাড়িতে ফিরেছেন।
পেপারস লাইফ/কুড়িগ্রাম প্রতিনিধি/চন্দন কুমার সরকার