কেমন গেল ২০২২…


কেমন গেল ২০২২...


রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বেশ কিছু আলোচিত ঘটনার মধ্য দিয়ে শেষ হচ্ছে ২০২২। পদ্মাসেতু, মেট্রোরেলের উদ্বোধন থেকে রাজনৈতিক ক্ষেত্রে বিএনপির সরব অবস্থান মিলিয়ে আসুন দেখে নেই কেমন গেল ২০২২।

এবছর বাংলাদেশে অন্যতম আলোচিত ঘটনা হলো পদ্মাসেতুর উদ্বোধন। বহুল আলোচিত এ সেতু চালু করা বাংলাদেশের জন্য একটি মাইলফলক ঘটনা। ৬.১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতু তৈরি হয়েছে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে। পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের ভোগান্তি দূর হয়েছে। রাজধানীর সঙ্গে যোগাযোগ সহজ হয়েছে।

বলা যায় অনেক বছরের বিরতি ভেঙ্গে ২০২২ সালে বিএনপি রাজনীতির মাঠে সরব হয়। ডিসেম্বর মাসে দশ দফা দাবি এবং রাষ্ট্র কাঠামো মেরামত রূপরেখা তুলে ধরে। এছাড়া বছরেরশেষে রাজপথে সরকার বিরোধী যুগপত আন্দোলনেরও সূচনা করে বিএনপি। বিএনপির দশ ডিসেম্বর ঢাকার সমাবেশকে ঘিরে রাজনীতিতে ব্যাপক উত্তাপ সৃষ্টি হয়। বিএনপির নয়াপল্টন এলাকায় সমাবেশ করতে না দেয়ার ব্যাপারে সরকার কঠোর অবস্থানে যায়।

আরও পড়ুনঃ ২০৪১ সাল নাগাদ প্রযুক্তি ভিত্তিক স্মার্ট বাংলাদেশে পরিণত হবে : প্রধানমন্ত্রী

বছরের অন্যতম আলোচিত একটি দুর্যোগ হলো সিলেট অঞ্চলের বন্যা। এ বছরে উজান থেকে আসা পানি আর টানা বৃষ্টিতে ব্যাপক বন্যার কবলে পড়ে সিলেট অঞ্চল। বন্যায় মারাত্মক ক্ষতি হয় ফসলের, বহু মানুষ পানিবন্দী হয়ে পড়ে ঢাকাসহ অন্যান্য জেলার সাথে যোগাযোগের মুল সড়ক ও রেললাইন পানিতে ডুবে যায়। এমনকি সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর ও রেলস্টেশন বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

অর্থনৈতিক দিক থেকে ২০২২ সাল পুরো বিশ্বের ক্ষেত্রেই আলোচিত একটি বছর। এ বছর ডলার সংকট ও রিজার্ভ কমার বিষয় বারবারই আলোচনায় এসেছে। আইএমএফ এর কাছ থেকে বড় অঙ্কের ঋণের আবেদন করতে হয়েছে সরকারকে। কোভিড পরবর্তী অর্থনীতির পুনরুদ্ধার শুরুর পথে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অর্থনীতিতে মারাত্মক বিরূপ প্রভাব ফেলেছে। ২০২২ সারে সবধরনের পণ্য ও সেবার খরচ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের কষ্ট বেড়েছে। মূল্যস্ফিতির গত বছরের তুলনায় প্রায় দ্বিগুন হয়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়েছে।

২০২২ সালে এক পর্যায়ে তীব্র জ্বালানি সংকটে পড়ে বাংলাদেশ। এলএনজি আমদানি কমে যায়, রেকর্ড হারে বাড়ে তেলেরদাম। জ্বালানি সংকটে পড়ে বিদ্যুতের লোডশেড করতে হয়। এ বছর বিদ্যুৎ জালানি সংকটে ভুক্তভোগী হয় সারাদেশেরমানুষ। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুতের সংকট ভুগিয়েছে সারাদেশের মানুষকে। বিদ্যুৎ পরিস্থিতি মোকাবেলায় সরকার এলাকাভিত্তিক লোডশেডিংয়ের ঘোষণা দিতে বাধ্য হয়।

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকলেও এমন পরিস্থিতি সৃষ্টির পেছনে জ্বালানি সংকটকে দায়ী করে বিদ্যুৎ বিভাগ।