কেমন হবে বাংলাদেশের বিশ্বকাপ একাদশ?


কেমন হবে বাংলাদেশের বিশ্বকাপ একাদশ?


অনেক জল্পনা-কল্পনা, নাটকীয়তা শেষে অবশেষে ঘোষণা করা হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ দল। দুইদিন ধরে ক্রিকেট পাড়ায় যে গুঞ্জন চলছিল, অবশেষে তা সত্যি প্রমাণিত হয়েছে। অবসর ভেঙে আবারও ক্রিকেট ফিরে আসা তামিম ইকবাল যাচ্ছেন না ভারতে। নেওয়া হয়নি বিশ্বকাপ দলে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেইজে এক ভিডিওয়ের মাধ্যমে সাকিব আল হাসানকে অধিনায়ক করে পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। চমক হিসেবে তামিম ইকবালের না থাকলেও আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

হয়তো অনেকেই দল জেনে গিয়েছেন, অনেকেই জানেন না। এই পনেরো জন থেকে কেমন হতে পারে বাংলাদেশ দলের বিশ্বকাপ একাদশ। তা-ই আলোচনা করব আজকে।

কেমন হবে বাংলাদেশের বিশ্বকাপ একাদশ?

বিশ্বকাপ দলে আছেন দুইজন ওপেনার। একজন লিটন কুমার দাস ও অন্যজন তানজিদ হাসান তামিম। যদি ধরে নেওয়া হয় দুইজনই খেলবেন, তাহলে হিসেব হবে একরকম। তিন, চার, পাঁচ ও ছয়ে চারজন ক্রিকেটার নির্ধারিত। তারা হলেন, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম।

এবার সাত নম্বর পজিশনে কে খেলবেন? মেহেদী হাসান মিরাজ নির্ধারিত। সেখানে মাহমুদউল্লাহকে খেলানো হবে? তাহলে আটে মিরাজ খেলবেন। তিন পেসারের মধ্যে দুইজন স্বাভাবিকভাবে খেলবেন। তারা হলেন, তাসকিন আহমেদ ও শরীফুল হাসান। তৃতীয় পেসার কে হবেন? সম্ভবত হাসান মাহমুদ কিংবা মুস্তাফিজুর রহমান। পরিস্থিতি বিবেচনায় যেকোনো একজন হতে পারে।

দ্বিতীয় আরেকটা দল হয়তো করা যেতে পারে। যেখানে লিটনের সাথে শুরুটা করতে পারেন নাজমুল হোসেন শান্ত। তবে তিন, চার, পাঁচে খেলবেন সাকিব আল হাসান, তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। ছয়ে খুব সহজে মাহমুদউল্লাহ সুযোগ পেতে পারেন। সাতে মেহেদী হাসান মিরাজ। আটে পরিস্থিতি বিবেচনায় নাসুম আহমেদ বা শেখ মেহেদী। নয়, দশে তাসকিন আহমেদ ও শরীফুল হাসান। পরিস্থিতি বিবেচনায় সেশন হতে পারেন হাসান মাহমুদ কিংবা মুস্তাফিজুর রহমান অথবা তানজিম হাসান সাকিব।

আরেকটা দল হয়তো বিবেচনায় রাখতে পারেন অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে। মেইক শিফট ওপেনার হিসেবে যদি মেহেদী হাসান মিরাজকে বিবেচনা করা হয়, তবে প্রথম দলের ব্যাটিং অর্ডার ঠিক রেখে সাত নম্বরে খেলতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর আট নম্বর থেকে শেষ পর্যন্ত দ্বিতীয় দলের অবস্থান অনুসরণ করা যায়

বিশ্বকাপে বাংলাদেশ দলের একাদশ

দল ১—

১. লিটন কুমার দাস

২. তানজিদ হাসান তামিম

৩. নাজমুল হোসেন শান্ত

৪. সাকিব আল হাসান

৫. তাওহীদ হৃদয়

৬. মুশফিকুর রহিম

৭. মাহমুদউল্লাহ রিয়াদ

৮. মেহেদী হাসান মিরাজ

৯. তাসকিন আহমেদ

১০. শরীফুল হাসান

১১. হাসান মাহমুদ/মুস্তাফিজুর রহমান/তানজিম হাসান সাকিব

দল ২ —

১. লিটন কুমার দাস

২. নাজমুল হোসেন শান্ত

৩. সাকিব আল হাসান

৪. তাওহীদ হৃদয়

৫. মুশফিকুর রহিম

৬. মাহমুদউল্লাহ রিয়াদ

৭. মেহেদী হাসান মিরাজ

৮. নাসুম আহমেদ/শেখ মেহেদী

৯. তাসকিন আহমেদ

১০. শরীফুল হাসান

১১. হাসান মাহমুদ/মুস্তাফিজুর রহমান/তানজিম হাসান সাকিব

দল ৩ —

১. লিটন কুমার দাস

২. মেহেদী হাসান মিরাজ

৩. নাজমুল হোসেন শান্ত

৪. সাকিব আল হাসান

৫. তাওহীদ হৃদয়

৬. মুশফিকুর রহিম

৭. মাহমুদউল্লাহ রিয়াদ

৮. নাসুম আহমেদ/শেখ মেহেদী

৯. তাসকিন আহমেদ

১০. শরীফুল হাসান

১১. হাসান মাহমুদ/মুস্তাফিজুর রহমান/তানজিম হাসান সাকিব

যদি মাহমুদউল্লাহকে একাদশে না নেওয়া হয়, তবে কেমন হতে পারে দলটি?

১. লিটন কুমার দাস

২. তানজিদ হাসান তামিম

৩. নাজমুল হোসেন শান্ত

৪. সাকিব আল হাসান

৫. তাওহীদ হৃদয়

৬. মুশফিকুর রহিম

৭. মেহেদী হাসান মিরাজ

৮. নাসুম আহমেদ/শেখ মেহেদী

৯. তাসকিন আহমেদ

১০. শরীফুল হাসান

১১. হাসান মাহমুদ/মুস্তাফিজুর রহমান/তানজিম হাসান সাকিব