“কোন ব্যবসায়ী বিএনপিকে কত টাকা দিয়েছে আমরা জানি”


"কোন ব্যবসায়ী বিএনপিকে কত টাকা দিয়েছে আমরা জানি"


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন কোন ব্যবসায়ী, কোন শিল্পপতি বিএনপিকে কত টাকা দিয়েছে, সব খবর আমরা জানি। সময়মতো জবাব দিতে হবে। সময় আসছে, কোন শিল্পপতি, কোন ব্যবসায়ী টাকা দিয়ে ওদের পিকনিক করাচ্ছে, ওদের দিয়ে, খিচুড়ি পার্টি।

আজ শনিবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজের মাঠে আওয়ামী লীগের জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আরও পড়ুনঃ বিএনপির সমাবেশে ১০ দফা দাবি; ৭ এমপির পদত্যাগের ঘোষণা

তারেক রহমানের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, এয়ারপোর্ট নাকি প্রস্তুত। তারেক রহমান আসবে। রাজনীতি করবে না, এই মুচলেকা দিয়ে রাতের আঁধারে বিদেশ চলে যায় তারেক রহমান। আর আসেনি। দেখতে দেখতে ১৫ বছর, তারেক আসবে কোন বছর?

তিনি বলেন, এই স্লোগান জনগণ পছন্দ করেছে। তাই কে কী মনে করল, তাতে কিছু যায় আসে না। তিনি এই স্লোগান দিয়ে যাবেন। নেতা–কর্মীদের উদ্দেশে তিনি বলেন, খেলা হবে রাজনৈতিক অঙ্গণে, প্রস্তুত হয়ে যান। এ সময় নেতা–কর্মীরাও খেলা হবে স্লোগান দিতে থাকেন।