ক্যারিয়ারের শুরুতে সিভি কতটা গুরুত্বপূর্ণ?


ক্যারিয়ারের শুরুতে সিভি কতটা গুরুত্বপূর্ণ?


একবিংশ শতাব্দীর এই ব্যস্ত সময়ে কয়েক সেকেন্ডের ভেতরেই একটি সিভি দেখে নেয় কর্তব্যরত কর্মকর্তা। আর সিভি এক পলক দেখার মাধ্যমেই তৈরি হয় ইম্প্রেশন, আমরা যাকে বলি ফার্স্ট ইম্প্রেশন। কখনো সেই সিভি আকর্ষণীয় হয়ে ওঠে, আবার কখনোবা জায়গা নেয় বাতিলের তালিকায়।

ক্যারিয়ারের শুরুতে একটি সিভি কতটা গুরুত্বপূর্ণ, সে বিষয় নিয়ে পেপার্‍স লাইফ কথা বলে মো. মনিরুল হাসানের সাথে। যিনি বর্তমানে কালটিভেইট টেকনোলজিস লিমিটেড (মাল্টি-ন্যাশনাল) এর মানবসম্পদ বিভাগের সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন।

এর আগে তিনি ছিলেন বাংলাদেশের স্বনাম-ধন্য ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচার কোম্পানি ওয়ালটন এবং টাটা মোটর‍্স বাংলাদেশ-এর ফ্লাগশিপ কোম্পানি নিটল মোটর‍্স লিমিটেড-এ।

বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে সিভি কেমন হবে তা নিয়ে আলোচনায় মো. মনিরুল হাসান বেশ কিছু বিষয়ে আলোকপাত করেছেন। যা ভবিষ্যত চাকরির খোঁজে থাকা তরুণদের কাজে আসবে।

পেপার্‍স লাইফ : ভালো আছেন ভাইয়া? আপনি তো একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে মানবসম্পদ বিভাগে কর্মরত আছেন?

মো. মনিরুল হাসান: জি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি কালটিভেট টেকনোলজিস লিমিটেড এর মানবসম্পদ বিভাগে সহকারী ব্যবস্থাপক হিসেবে দায়িত্বরত আছি।

পেপার্‍স লাইফ : আলহামদুলিল্লাহ। ভালো আছি। আপনার কাছে কিছু বিষয় জানতে চাই। শুরুটা  সিভি সর্টিং নিয়ে হোক। একজন দায়িত্বরত কর্মকর্তা হিসেবে সিভি সর্টিংয়ে আপনারা মূলত কী দেখেন?

মো. মনিরুল হাসান : সিভি সর্টিং করার সময় মূলত আমরা দেখি, তার ব্যকগ্রাউন্ড, জব সার্কুলারের সাথে অ্যালাইন করে কি না। যদি ৬০% ম্যাচ করে আমরা তাদের ফলো আপে রাখি।

ক্যারিয়ারের শুরুতে সিভি কতটা গুরুত্বপূর্ণ?

পেপার্‍স লাইফ : একজন ফ্রেশারের সিভি কেমন হওয়া উচিত?

মো. মনিরুল হাসান : আমি মনে করি, দ্য বেস্ট মেথড টু অ্যাট্র্যাক্ট এনিওয়ান ইজ টু কিপ থিংস সিম্পল। সিভির স্ট্রাকচার হতে হবে সহজ। যেন এক দেখাতেই অ্যাপলিকেন্ট সম্পর্কে ধারণা পাওয়া যায়। ক্যারিয়ার অবজেক্ট হতে হবে আকর্ষণীয় কিন্তু খুব বেশি বড় নয়, শিক্ষাগত যোগ্যতা, ট্রেনিং, স্কিল, ইন্টার্ন অভিজ্ঞতা যদি থাকে। দুই পাতার ভেতরে রাখতে পারলে সেটার সৌন্দর্য বজায় থাকে।

পেপার্‍স লাইফ :  এক্সপেরিয়েন্সড সিভি কেমন হওয়া উচিত?

মো. মনিরুল হাসান : এক্সপেরিয়েন্সড সিভিতে মূলত কভার লেটার গ্রহণযোগ্যতা আনে। এছাড়া লিংকড ইন, অ্যাকটিভ মেইল, ফোন নং, প্রফেশনাল এক্সপেরিয়েন্স সিভিকে আকর্ষণীয় করে তোলে।

পেপার্‍স লাইফ :  কোন ধরণের সিভি এক দেখাতেই বাছাই করে ফেলা যায়?

ক্যারিয়ারের শুরুতে সিভি কতটা গুরুত্বপূর্ণ?

মো. মনিরুল হাসান : প্রকৃতপক্ষে, জব সার্কুলারের সাথে মিল রেখে ডিটেইলিং, গোছানো পরিপূর্ণ সিভি আমরা এক দেখাতে বাছাই করে ফেলি। আপনাদের বিগত প্রশ্নগুলোর উত্তর দেখলেই কিন্তু কোন ক্যাটাগরির কেমন সিভি হতে হবে তা পেয়ে যাবো। হা হা হা।

পেপার্‍স লাইফ : সম্প্রতি আপনি একটি ইউনিভার্সিটিতে প্রফেশনাল সিভি এন্ড রেজুমি রাইটিং এর উপর একটি ওয়ার্কশপ করিয়েছেন?

মো. মনিরুল হাসান : জি কিছুদিন আগে দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজিত “প্রফেশনাল সিভি এন্ড রেজুমি রাইটিং” এর উপর ওয়ার্কশপ করিয়েছি। সেখানে ফ্রেশার থেকে শুরু করে বিভিন্ন সেমিস্টারের ছাত্ররা অংশগ্রহণ করেছিলো।

পেপার্‍স লাইফ : মনিরুল ভাইয়া আপনার মূল্যবান সময় আমাদের দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

মো. মনিরুল হাসান : আপনাদেরও অনেক ধন্যবাদ।