ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা


ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা


গতবারের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়াকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে অধরা বিশ্বকাপ ট্রফি জয়ের লক্ষ্যে আবারো বিশ্বকাপের ফাইনালে উঠলো আর্জেন্টিনা।

লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবার মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া।

আলবিসেলেস্তেদের হয়ে জোড়া গোল করেন হুলিয়ান আলভারেজ। এক অ্যাসিস্টের সঙ্গে একটি গোল করেন লিওনেল মেসি। ১৯৮৬ সালে সবশেষ চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনা ২০১৪ সালের পর আরও একবার শিরোপা জেতার সুযোগ পাচ্ছে মেসিদের হাত ধরে।

ম্যাচের শুরু থেকে ক্রোয়েশিয়া বল দখলে রাখলেও সময়ের সাথে সাথে ভয়ঙ্কর হয়ে উঠে আর্জেন্টিনা।

ম্যাচের ৩৩ মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের ৩২ মিনিটে এনজো ফার্নান্দেজের দারুণ এক পাস থেকে ডি বক্সের ভেতর বল পান আলভারেজ। আলভারেজকে ফাউল করে বসেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিভাকোভিচ। রেফারি সাথে সাথে পেনাল্টির বাঁশি বাজান। সাথে সাথে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে দেন লিওনেল মেসি। এই বিশ্বকাপে এটি তার ৫ম গোল। তাছাড়া সব মিলিয়ে বিশ্বকাপে ১১টি গোল করলেন মেসি।

এই গোলের রেশ কাটতে না কাটতে আবার আর্জেন্টিনার গোল। এবারর হুলিয়ান আলভারেজের দারুণ গোলে ৩৯ মিনিটেই এগিয়ে গেল আর্জেন্টিনা।

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।

আরও পড়ুনঃ কাতার থেকে পুরো স্টেডিয়াম আনতে চায় বাফুফে

দ্বীতিয়ার্ধে বল নিজেদের দখলে রাখলেও গোলের সুযোগই তৈরি করতে পারেনি ক্রোয়েশিয়া। উলটো ৭০ মিনিটে আর্জেন্টিনা আবারো গোল দিয়ে ৩-০ ব্যবধানে এগিয়ে যায়।

ম্যাচের ৭০ মিনিটে দারুণভাবে মাঝমাঠ থেকে একা বল নিয়ে ডিবক্সের ভেতরে ডিফেন্ডার ভার্ডিওলকে কাটিয়ে ডিবক্সের ভেতর আলভারেজকে পাস দিলে দারুণ ফিনিশিংয়ে আর্জেন্টিনাকে ৩-০ ব্যবধানে এগিয়ে দিলেন মেসি। বিশ্বকাপে এটি আলভারেজের ৪র্থ গোল। এবং মেসির ৮ম এসিস্ট।

৩ গোলে পিছিয়ে থেকে গোল শোধের চেষ্টা করে ক্রোয়েশিয়া। শেষ দিকে ক্রোয়েটরা চেষ্টা করলেও সুযোগ তৈরি করতে পারেনি তারা। ফলে ৩-০ গোলের জয়ে আবারো বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা।