বোমা কিংবা ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ লেবাননের বৈরুতে বিস্ফোরণ ঘটেছিল বলে সন্দেহ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট মিশেল আউন।
শক্রবার বৈরুতে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
মিশেল আউন বলেন, বাইরের কোনো দেশের হস্তক্ষেপে ক্ষেপণাস্ত্র বা বোম দ্বারা ভয়াবহ এই হামলা চালানো হয়েছে। যে ঘটনায় এখন পর্যন্ত প্রায় ১৫৪ জন মানুষ মারা গেছেন।
তবে ওই বিস্ফোরণের কারণ এখনো পরিষ্কার হয়নি বলেও জানান তিনি। বাইরে থেকে রকেট হামলা, বোমা অথবা অন্য কোনো মাধ্যমে গুদামঘরে হামলা হয়ে থাকতে পারে বলেও মন্তব্য করেন লেবানিজ প্রেসিডেন্ট।
উল্লেখ্য, গত মঙ্গলবার বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত প্রায় ১৫৪ জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ৫ হাজার মানুষ। আর বাড়িছাড়া হয়েছেন প্রায় ৩ লাখ। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
এছাড়া, লেবানন থেকে সাইপ্রাসের দূরত্ব ১৮০ কিলোমিটার হলেও বিস্ফোরণের ঘটনায় কেঁপে ওঠে দ্বীপ রাষ্ট্রটি। আতঙ্ক ছড়িয়ে পড়ে সে দেশের জনগণের মধ্যে। অনেকেই ভেবেছিলেন তাদের আশেপাশের কোথাও বিস্ফোরণ ঘটেছে।