২২ বছরের এক মানসিক প্রতিবন্ধী তরুণীকে সুস্থ করতে চিকিৎসা দেয়া হবে। চিকিৎসাটি হবে ভিন্ন রকমের। আশেপাশে কেউ থাকবে না। তাই ঘরের সবাইকে বের করে দেয়া হয়। এরপর কৌশলে ওই প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করে কবিরাজ চিকিৎসক।
এমন অভিযোগে আব্দুর রহিম প্রামাণিক (৫৮) নামের এক প্রতারককে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ বলছে, আটককৃত ব্যক্তি একজন প্রতারক এবং ভুয়া কবিরাজ। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে বুধবার (২৭ মে) রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার কাশীপুর এলাকা থেকে ওই প্রতারক কবিরাজকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত প্রতারক কবিরাজ আব্দুর রহিম প্রামাণিক কাশীপুর হাজীপাড়া শাহজাহান হাজীর বাড়ীর ভাড়াটে বাসিন্দা শফিউদ্দিন প্রামাণিকের ছেলে।
পুলিশ ও অভিযোগের সূত্রে জানা যায়, কবিরাজ একই এলাকার ২২ বছরের মানসিক প্রতিবন্ধী অবিবাহিত মেয়ের চিকিৎসা করার ছলনায় ২৭ মে রাত ১০টার দিকে, মেয়েটির পিতার বাড়ীর শয়ন কক্ষে মেয়েটিকে ধর্ষণ করে।
ফতুল্লা মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন জানান, মেয়েটি অসুস্থ ছিল। ভণ্ড কবিরাজ রহিম প্রামাণিকের পরামর্শে মেয়েটির পিতা চিকিৎসা করার আহ্বান করে।
২৭ মে রাতে মেয়েটির পিতার বাড়ীর শয়নকক্ষ থেকে সকলকে বের করে দিয়ে কৌশলে ধর্ষণ করে। পরে বিষয়টি আঁচ করতে পেরে ওই তরুণীর পরিবারের লোকজন ধর্ষক প্রতারক কবিরাজকে আটক করে রাখে। থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তদন্ত করে ঘটনার সত্যতা প্রমাণ পায় এবং অভিযুক্তকে আটক করে।
ওসি আসলাম হোসেন আরও জানান, এ ঘটনায় মেয়েটির পিতার লিখিত অভিযোগের প্রেক্ষিতে থানায় ধর্ষণ মামলা দায়েরের পর প্রতারক কবিরাজ আব্দুর রহিম প্রামাণিককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।