চীনে মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24


সম্প্রতি মার্কিন সরকার দেশটির হিউস্টন শহরে অবস্থিত চীনা কনস্যুলেট বন্ধ করে দেয়ার ঘটনায় এবার চীনর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চেংদু’তে অবস্থিত মার্কিন কনস্যুলেট বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছে বেইজিং।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার (২৪ জুলাই) এক বিবৃতিতে বলেছে, বেইজিং চেংদু’তে অবস্থিত মার্কিন কনস্যুলেটের লাইসেন্স বাতিল করে দিয়েছে।

বিবৃতিতে এ পদক্ষেপকে ‘মার্কিন যুক্তরাষ্ট্রের অযৌক্তিক পদক্ষেপের আইনসম্মত ও যথোপযুক্ত জবাব’ বলে মন্তব্য করা হয়েছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, চীন-মার্কিন সম্পর্ক এখন এমন এক স্থানে এসে দাঁড়িয়েছে যা বেইজিংয়ের কাম্য ছিল না এবং এর পুরো দায়ভার আমেরিকার।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরের চীনা কনস্যুলেট বন্ধ করার নির্দেশ দিয়ে ৭২ ঘণ্টার মধ্যে ভবনটি খালি করার নির্দেশ দিয়েছিলেন। তখনই বেইজিং ট্রাম্পের এ পদক্ষেপের নিন্দা জানিয়ে পাল্টা ব্যবস্থা নেয়া হবে বলে হুমকি দিয়েছিল।

চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম ‘দ্যা চায়না ডেইলি’ হিউস্টনে সেদেশের কনস্যুলেট বন্ধ করে দেয়ার প্রতিক্রিয়ায় বলেছিল, নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে আমেরিকার সকল ব্যর্থতার দায়ভার চীনের কাঁধে চাপানোর জন্য এ পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন।