করোনা পরিস্থিতি মোকাবিলায় রাষ্ট্রের জরুরি প্রয়োজনে নতুন দুই হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
করোনাভাইরাসে সংক্রমণের চিকিৎসার গতি বাড়াতে নিয়োগের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১২ মে চিকিৎসকদের কর্মস্থলে যোগ দিতে হবে। কর্মস্থলে যোগদানের পর কোভিড-১৯ এর রোগীদের সেবা নিশ্চিত করবেন নতুন নিয়োগ পাওয়া চিকিৎসকরা। পরে চাকরি স্থায়ীকরণের সময় করোনাকালে চিকিৎসকদের কর্মদক্ষতা বিবেচনায় নেয়া হবে।
এর আগে করোনাভাইরাসে সংক্রমণের চিকিৎসার গতি বাড়াতে দ্রুত দুই হাজার চিকিৎসক ও পাঁচ হাজার নার্স নিয়োগের বিষয়টি সুপারিশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ৩৯তম বিশেষ বিসিএস থেকে এই চিকিৎসক নিয়োগের কার্যক্রম শুরু হয়।
অবশ্য চিকিৎসক সংকটের কারণে করোনা আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে সরকার জানিয়ে নতুন দুই হাজার চিকিৎসক নিয়োগের বিষয়ে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়া ছয় হাজার নার্স নিয়োগের বিষয়েও জানান ব্যবস্থা স্বাস্থ্যমন্ত্রী।