তুরস্কের উপকূলে লেবানন থেকে ইতালির অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ডুবে শিশুসহ অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার অভিবাসন প্রত্যাশীদের নৌকাডুবির এ তথ্য জানিয়েছে তুরস্কের কোস্টগার্ড ।
এ বিষয়ে এক বিবৃতিতে তারা জানায়, মঙ্গলবার চারটি লাইফ বোট থেকে মোট ৭৩ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে, আরও পাঁচ জন নিখোঁজ রয়েছে আর তাদের খোঁজে দুটি নৌকা ও একটি হেলিকপ্টার যোগে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। নিহতদের মধ্যে এক নারী, তিন শিশু ও দুটি ছোট বাচ্চা রয়েছে। তবে তারা কোন দেশের নাগরিক তা প্রকাশ করেনি তুরস্কের কোস্টগার্ড।
আরও পরুনঃ ‘কৃত্রিম সূর্য’ আসলটির চেয়ে ৭ গুণ তাপ উৎপন্ন করতে সক্ষম!
কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধার পাওয়া অভিবাসন প্রত্যাশীদের বক্তব্য অনুযায়ী, শনিবার লেবানন থেকে সাগর পথে ইতালির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তারা, কিন্তু গ্রিসের রোডস দ্বীপের উপকূলের কাছে আসার পর তাদের জ্বালানির দরকার হয়। অভিবাসন প্রত্যাশীদের সাহায্যের ডাকে সাড়া দিয়ে গ্রিসের কোস্টগার্ড তাদের চারটি লাইফে বোটে তুলে তুরস্কের জলসীমার কাছে ছেড়ে দিয়ে যায়।
অবশ্য পাল্টা এক বিবৃতিতে গ্রিসের কোস্টগার্ড এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।