দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন মৃত্যু


যুক্তরাষ্ট্রে মৃত্যু ছাড়িয়েছে দুই লাখ!


মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২৬ জন মানুষ। এপ্রিলের মাঝামাঝি সময়ের পর থেকে একদিনের হিসাবে দেশটিতে কএটাই সবচেয়ে কম মৃত্যু।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারের সবশেষ হিসাব অনুযায়ী, দেশটিতে নতুন আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৯২০ জন। তাতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২১ লাখ ৬২ হাজার ২২৪ জন।

মোট মৃত্যু ১ লাখ ১৭ হাজার ৮৫৩ জনের। বিপরীতে সুস্থ হয়েছেন ৮ লাখ ৬৭ হাজার ৮৪৯ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম শনাক্ত হয় প্রাণঘাতী করোনাভাইরাস। সারা বিশ্বে এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে, ৭৯ লাখ ৯৫ হাজার ৮৭৭ জন। মারা গেছেন ৪ লাখ ৩৫ হাজার ৫৯৮ জন।