দুই ম্যাচে চমকে দেওয়া আর্সেনাল হেরেছে অবশেষে


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24


ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল ও দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটিকে পর পর দুই ম্যাচে নিজেদের ঘরের মাঠে ডেকে পরাজয়ের স্বাদ দিয়েছে আর্সেনাল। বড় দুই দলকে হারালেও রেলইগেশনের শঙ্কায় থাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে বসেছে।

মঙ্গলবার রাতে আর্সেনাল হারে ০-১ গোলে। অথচ তারাই নিজেদের আগের দুই ম্যাচে লিগ চ্যাম্পিয়ন লিভারপুলকে ২-১ এবং টেবিলের দুই নম্বরে থাকা ম্যানচেস্টার সিটিকে হারিয়েছিল ২-০ গোলের ব্যবধানে।

দুই দলের মুখোমুখি লড়াইয়ে স্বাভাবিকভাবেই বল দখলের লড়াইয়ে অনেক এগিয়ে ছিল আর্সেনাল। কিন্তু ঠিক বড় দলের মতো করে আক্রমণ সাজাতে পারেনি তারা। ম্যাচের পুরো ৯০ মিনিটে একটি শটও তারা রাখতে পারেনি গোলমুখে। ছয়বার ছোট-বড় আক্রমণে উঠলেও, প্রতিটি ছিল নিষ্ফলা।

অন্যদিকে নিজেদের ঘরে মাঠে উজ্জীবিত ফুটবল খেলা অ্যাস্টন ভিলা গোল পেয়ে যায় ২৭ মিনিটেই। টাইরন মিঙ্গসের কর্নার থেকে ডান পায়ের জোরালো ভলিতে জালের ঠিকানা খুঁজে নেন ত্রেজেগে। তাদের সামনে সুযোগ এসেছিল দ্বিতীয়ার্ধেও। কিন্তু সেটি কাজে লাগাতে না পারায়, ১-০ গোলের জয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

এ পরাজয়ের ফলে ইউরোপা লিগের টিকিট পাওয়া আরও কঠিন হয়ে গেল আর্সেনালের। পয়েন্ট টেবিলের ১০ নম্বরে নেমে গেছে তারা। লিগের ৩৭ ম্যাচ শেষে আর্সেনালের সংগ্রহ ৫৩ পয়েন্ট। অন্যদিকে দারুণ জয় পাওয়া অ্যাস্টন ভিলা সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লড়ছে অবনমন এড়াতে।