মূর্খের কথা বাণী হয়ে যায় যদি থাকে টাকা,
সত্য কথা মিথ্যা বুনে যায় পকেট যদি হয় ফাকা।
ভাবছো আঢ্য কাকে তুমি কিছু টাকা চাও ধার,
শুনবে তখন তাহার পকেট মরুভূমি হাহাকার।
টাকার কাছে সর্বত্র হেরে রক্তটাও আজ ব্যর্থ,
খুঁজলে পাবে মনুষ্যত্বে আজ আপন আপন স্বার্থ।
টাকা থাকলেই যদি হায় মনুষ্যত্বে ভরা মানুষ হওয়া যায়,
তাইলে কেন অম্বিকা(মা) আজ রাস্তাতে পড়ে রয়??
ও ভাই টাকায় গড়া, দম্ভে ভরা, অহংকারী মানুষ
কোথায় তোমার মনুষ্যত্ব আজ, কবে হবে হুঁশ??
পেপার’স লাইফ/কবিতা/সুলতান মাহমুদ সাকিব