দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৭০৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২,৪২৫ জনে। গত একদিনে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৮৬৭ জনের।
সেইসাথে ১৩০ জন সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন। এ নিয়ে সুস্থের সংখ্যা ১৯১০ জন। দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করছে ৩৪ টি প্রতিষ্ঠান।
আজ বৃহস্পতিবার (৭ মে) করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিং- এ এসব কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বাংলাদেশে করোনা সংক্রমণের কারণে গত ২৬ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়।
উল্লেখ্য, বুধবার পর্যন্ত বিশ্বজুড়ে সংক্রামিতের সংখ্যা ৩৮ লক্ষের কাছাকাছি পৌঁছেছে। সেইসাথে মৃতের সংখ্যা ২ লক্ষ ৬২ হাজার ছাড়িয়েছে। ইউরোপের দেশগুলির মধ্যে করোনায় প্রাণহানিতে এখন শীর্ষে ব্রিটেন। সে দেশে ৩০ হাজারেরও বেশি মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন।
এছাড়াও, WHO-র তরফে জানানো হয়েছে এপ্রিল মাসে প্রতিদিন ৮০ হাজার করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে সারা বিশ্ব জুড়ে।
সেইসাথে করোনা আক্রান্তদের সেবা করতে গিয়ে, গোটা বিশ্বে ৯০ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী ভাইরাস সংক্রমণের শিকার হয়েছেন। নার্সদের আন্তর্জাতিক কাউন্সিল, ICN-এর তরফে বুধবার এই তথ্য জানানো হয়। এ পর্যন্ত করোনায় ২৬০ জন নার্স মারাও গিয়েছেন।