নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলি, রোহিঙ্গা কিশোর নিহত


নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলি, রোহিঙ্গা কিশোর নিহত


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে গোলাগুলি চলছে। রাখাইন রাজ্যের পাহাড় থেকে ছোড়া একটি মর্টার শেল এসে তুমব্রু সীমান্তে থাকা রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্পের ভেতর পরে এক রোহিঙ্গা কিশোর নিহত হয়েছে।

শুক্রবার রাত ৮টার দিকে সীমান্তের শূন্যরেখায় থাকা রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্পের ভেতর গোলা পড়ে বলে জানিয়েছেন ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গারা।

আরও পড়ুনঃ রোহিঙ্গাদের ফেরাতে চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়।

মারা যাওয়া কিশোরের নাম মো. ইকবাল (১৫)। সে শূন্যরেখার আশ্রয়শিবিরের রোহিঙ্গা মুনির আহমদের ছেলে। আহত ব্যক্তিরা হলেন সাহদিয়া (৪), মো. আনাস (১৫), নবী হোসেন (২১), জাহিদ আলম (৩০) ও আহত অপর একজনের নাম জানা যায়নি।এই রোহিঙ্গারা বর্তমানে এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে শুক্রবার সন্ধ্যা থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে আবার মুহুর্মুহু গোলাগুলি শব্দ শোনা যায়। প্রায় তিন দিন গোলাগুলি বন্ধ থাকার পর আবার গোলাগুলি শুরু হয়েছে।