নাটকীয় জয়ে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান


নাটকীয় জয়ে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান


বাজি ছিলো আফগানিস্তানের পক্ষেই। কিন্তু শেষ ওভারে টানা ২ ছক্কা হাঁকিয়ে পাকিস্তান ফাইনালের মঞ্চে পৌঁছে দিলেন লোয়ার অর্ডারের ব্যাটার নাসিম শাহ।

ভুলটা ফজল হক ফারুকীর, ইনিংসের শুরুতে দারুণ এক ডেলিভারিতে বাবর আজমকে যিনি ভুলে যাওয়া গোল্ডেন ডাকের তেতো স্বাদ দিয়েছিলেন, তিনিই দিলেন পরপর দুই ফুলটস। ফলাফল এক উইকেটে জিতলো পাকিস্তান।

সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে গিয়েছিল আফগানিস্তান। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আজ জিততেই হতো পাকিস্তানের বিপক্ষে। আফগানদের দিকে তাকিয়ে ছিল ভারতও। পাকিস্তান ও শ্রীলঙ্কা, দুই দলের কাছ হেরে বিদায় একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল রোহিত শর্মাদের। তবুও কাগজে-কলমে আশা বেঁচেছিল খানিকটা।

সেই আশা বাঁচিয়ে রাখার কাজটি আফগানিস্তান শেষ পর্যন্তই করেছিল। ১২৯ রানের পুঁজি নিয়েও পৌঁছে গিয়েছিল জয়ের খুব কাছে। কিন্তু ফারুকীর ইয়র্কার-চেষ্টায় হয়ে যাওয়া সর্বনাশা ফুল টস আর হাসতে দিল কই?

সুপার ফোরের ম্যাচে আজ (বুধবার) ১ উইকেটের নাটকীয় জয়ে ফাইনালে পাকিস্তান। রোববারের ফাইনালে বাবরদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ফাইনালের দুই দল পেয়ে যাওয়ায় এশিয়া কাপ সুপার ফোরের শেষ দুটি ম্যাচ এখন নিছকই আনুষ্ঠানিকতা।

আরও পড়ুনঃ টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করলেন মুশফিকুর রহিম