আজ রোববার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানা ঘাটারচর এলাকায় ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
বিএনপিকে উদ্দেশ্যে করে সেতুমন্ত্রী বলেন, ‘আপনারা নির্বাচনে না আসলে জোড় করে আনতে যাব না, কিন্তু নির্বাচন হতে দেবেন না, তা হতে দেব না। যেই হাতে আগুন নিয়ে আসবেন সেই হাত পুড়িয়ে দেব।’
সেতুমন্ত্রী আরও বলেন, ‘দেশের মাটিতে আর কোনো দিন তত্ত্বাবধায়ক সরকার আসবে না। নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। সংবিধান লঙ্ঘন করে নির্বাচনের কোনো সুযোগ নেই।’
আরও পড়ুন :
“আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠুভাবে অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে সরকার”
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমদ সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভাপতি অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ডা. এনামুর রহমান, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ থানা আওয়ামী লীগ সভাপতি শাহীন আহমেদ, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম প্রমুখ।