প্রধানমন্ত্রীর বক্তব্যে আগামী নির্বাচন অনিশ্চয়তায় পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্য অবশ্যই আগামী নির্বাচনকে অনিশ্চিত করে দিয়েছে। আগামী নির্বাচন শুধু অনিশ্চিতই নয়, আগামী নির্বাচনে যদি আরও খারাপ কিছু ঘটে, সে জন্য আওয়ামী লীগ দায়ী হবে।’
রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
এ পরিস্থিতি সংঘাতের দিকে যাচ্ছে কি না, জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘বুঝে নেন। আমরা তো আর ছাড় দেব না। এই দেশের মানুষের এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের অনির্বাচিত, প্রবল প্রতাপশালী প্রধানমন্ত্রী বলেছেন, নো প্রেশার উইল ওয়ার্ক অন মি। তাঁর ওপর কোনো চাপই কাজ করবে না। এখানেই বোঝা যায়, তাঁর এই উক্তিতে এই দেশের প্রতি তাঁর কোনো দায়িত্ব নেই, সত্যিকার অর্থে একটা কার্যকর রাষ্ট্র করার যে চিন্তা—এটা তাঁর নেই।’
আরও পড়ুন :
বিদেশিরা ‘এই প্রেশারগুলো করছে কেন?’—এমন প্রশ্ন তুলে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘প্রেশারগুলোর কারণ হচ্ছে যে গত দুটি নির্বাচন তারা করেছেন সম্পূর্ণ একতরফাভাবে। যত রকমের ভোট জালিয়াতি, কারচুপি, সন্ত্রাসের মধ্য দিয়ে ভোটারশূন্য রেখে ফলাফল ঘোষণা করে বেআইনিভাবে তাঁরা ক্ষমতায় গেছেন। আজকে যখন আবার নির্বাচন আসছে, এখন তাঁরা দেখছেন, জনগণ তাঁদের সঙ্গে নেই। সুষ্ঠু নির্বাচন হলে তাঁরা ক্ষমতায় যেতে পারবেন না। এ কারণে তাঁরা আগে থেকেই একটা অবস্থা তৈরি করছেন। সেটা হচ্ছে আমাদের দেশের নির্বাচনের ব্যাপারে কেউ বাইরে থেকে হস্তক্ষেপ করবে না, কেউ কথা বলবে না, আমরা আমাদের মতো করব।’
প্রধানমন্ত্রীর গতকালের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমার খুব কষ্ট হয়, এ রকম একজন বিশাল মানুষের…আমরা কেউ বলি না বলি এটা তো সত্য কথা যে শেখ মুজিবুর রহমান এ দেশের নিঃসন্দেহে ওয়ান অব দ্য গ্রেটেস্ট সান। তাঁর মেয়ে আজকে গোটা জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন। উনিও দিয়েছিলেন, বাকশাল তৈরি করে।’