নেইমারের একমাত্র গোলে ফরাসি কাপ জিতল পিএসজি


ফরাসি কাপ জিতল পিএসজি
নেইমারের একমাত্র গোলে ফরাসি কাপ জিতল পিএসজি

ব্রাজিলিয়ান তারকা নেইমারের একমাত্র গোলে প্যারিসের স্তাদে দি ফ্রান্সে শুক্রবার রাতে সাঁত এতিয়েনকে হারিয়ে ১-০ ব্যবধানে হারিয়ে ফরাসি কাপ জিতে নিয়েছে পিএসজি।

ম্যাচের পঞ্চম মিনিটে গোল খেতে বসেছিল পিএসজি। এতিয়েনের মিডফিল্ডার ডেনিস বানগার শট পোস্টে লেগে ফিরলে বেঁচে যায় লিগ চ্যাম্পিয়নরা।

ফাইনালের আগে তিন প্রস্তুতি ম্যাচে চার গোল করা নেইমার চতুর্দশ মিনিটে এগিয়ে নেন দলকে। বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়া কিলিয়ান এমবাপের জোরাল শট গোলরক্ষক ফেরালেও বিপদমুক্ত করতে পারেননি। ছয় গজ বক্সের ভেতর থেকে বল জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

২৭তম মিনিটে লোয়িচ পেরিন এমবাপেকে ফাউল করার পর হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রা। এতে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। বেঞ্চ থেকে উঠে আসা মার্কো ভেরাত্তিসহ হলুদ কার্ড দেখেন পিএসজির তিনজন, এতিয়েনের একজন। পরে ভিএআরের সাহায্যে পেরিনকে লাল কার্ড দেখান রেফারি।

৫৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ এসেছিল আনহেল দি মারিয়ার সামনে। কিন্তু আর্জেন্টাইন এই মিডফিল্ডারের শটে পোস্টের সামান্য বাইরে দিয়ে যায় বল।

বাকি সময়ে আরো বেশ কিছু সুযোগ পেয়েছিল পিএসজি। তবে সুযোগ নষ্টের পাশাপাশি প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তায় ব্যবধান বাড়াতে পারেনি তারা।

সব মিলিয়ে ফরাসি কাপের সফলতম দলটির ১৩তম শিরোপা এটি। টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার পর গত আসরের ফাইনালে রেনের বিপক্ষে টাইব্রেকারে হেরেছিল তারা।