পেনাল্টি গোলে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ


পেনাল্টি গোলে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ


ভারতের আক্রমণভাগের মুহুর্মুহু আক্রম ভালোই সামাল দিয়েছিল বাংলাদেশের রক্ষণ দূর্গ। কিন্তু শেষ রক্ষা হয়নি। প্রতিবেশী দেশের অধিনায়কের একমাত্র গোলে হেরেছে বাংলাদেশ। গোলটি এসেছে পেনাল্টি থেকে।

এশিয়ান গেমসে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হারল বাংলাদেশ। ম্যাচের ৮৩ মিনিটে পেনাল্টি আদায় করে নেয় ভারত। যেখান থেকে গোল দিয়ে সুনীল ছেত্রী ভারতের জয় নিশ্চিত করে। ওর আগে প্রথম ম্যাচে মায়ানমারের কাছে আত্মঘাতী গোলে হারতে হয়েছিল বাংলাদেশকে।

ফলে অনেকটা আসর থেকে ছিটকে গিয়েছে বাংলাদেশ। চীনের সাথে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লড়াই করবে লাল সবুজের দলটি।

ভারতের সাথে খুব যে খারাপ করেছে বাংলাদেশ, তাও বলা যাবে না। সুযোগ এসেছিল, সেই সুযোগ কাজে লাগানো যায়নি।প্রথমার্ধে ফয়সাল আহমেদ ফাহিম গোলের সুযোগ নষ্ট করেছেন। দ্বিতীয়ার্ধে আরও সহজ সুযোগ নষ্ট করেছেন মজিবর রহমান জনি।

প্রথমার্ধের একেবারে শেষ দিকে করেছেন অবিশ্বাস তিনটি সেভ। ছেত্রীর নেওয়া পেনাল্টিটি ঠেকাতেও সঠিক দিকেই ঝাঁপ দিয়েছিলেন। কিন্তু ভারতের জার্সিতে ৯২ গোল করা অভিজ্ঞ এই তারকার শট ঠেকাতে পারেননি।

বাংলাদেশের পাশাপাশি একের পর এক গোলের সুযোগ নষ্ট করেছে ভারতও। ভারতের মতো দলের সাথে সহজ সুযোগ নষ্ট করা অমার্জনীয় অপরাধ। আক্রমণে গোলের সুযোগ তৈরি করতে না পারা, প্রাপ্ত সুযোগ নষ্ট করার মাসুল তো দিতেই হবে। সেটিই আজ হাংজুতে দিয়েছে হাভিয়ের কাবরেরার বাংলাদেশ অনূর্ধ্ব–২৩ দল।