ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ মাস প্রতিদিন ৮ ঘণ্টা সব ধরনের উড়োজাহাজ চলাচল বন্ধ থাকবে। তৃতীয় টার্মিনাল নির্মাণকাজের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কতৃপক্ষ।
আগামী ১০ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
এ বিষয়ে আজ বুধবার বেবিচক জানায়, আগামী ১০ ডিসেম্বর থেকে ২০২২ সালের ১১ মার্চ পর্যন্ত ৯২ দিন বিমানবন্দরে রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের উড়োজাহাজের চলাচল বন্ধ থাকবে।
তবে বিমানবন্দরের অন্যান্য কার্যক্রম চলবে। এ সময় জরুরি অবতরণের প্রয়োজন হলে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করা যাবে।
এদিকে এ বিষয়ে বিমানবন্দর পরিচালক জানিয়েছেন, শীতকালে ঘনকুয়াশার কারণে বেশিরভাগ বিমানবন্দরে রাতের ফ্লাইটের সময়সূচী পরিবর্তন হয়। এরই ধারাবাহিতায় বাংলাদেশেও এ পরিবর্তন করা হয়েছে। এজন্যই এ সময়কে সংস্কার কাজের জন্য বেছে নেওয়া হয়েছে।