পড়াশোনায় মনোযোগ বাড়ায় গোলাপ!


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24


দরজায় কড়া নাড়ছে ভ্যালেন্টাইন্স ডে। আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপরেই আসবে কাঙ্ক্ষিত সেই ১৪ই ফেব্রুয়ারি। সারাদিন জুড়ে থাকবে শুধুই ভালবাসার মানুষটির আবেগের বহিঃপ্রকাশ। যা প্রকাশিত হয় মূলত গোলাপ ফুলের মাধ্যমে। প্রেমিক-প্রেমিকারা অবশ্য একে ভালোবাসার এক অপার নিদর্শন হিসেবেই সমীহ করে।

সারা বছর ধরে চাহিদা থাকলেও এই একটা দিন গোলাপ ফুলের বাজার থাকে আকাশ ছোঁয়া।

তবে এবার এই গোলাপ ফুল নিয়ে গবেষকরা জানালেন অন্য তথ্য।

সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গেছে যে, গোলাপ শুধু ভালোবাসার প্রতীকী ফুল হিসেবেই নয়। এর অন্য একটি গুরুত্বও রয়েছে। যার মধ্যে অন্যতম,
গোলাপের ঘ্রাণ প্রাণভরে নিলে খুব ভালো ঘুম হয়। আর দ্বিতীয়ত, পড়াশোনা মনে রাখতেও অত্যন্ত কার্যকর গোলাপের সৌরভ।

বিজ্ঞান বিষয়ক পত্রিকা ‘‌ওপেন অ্যাকসেস’ এই প্রতিবেদন প্রকাশ করে। বলা হয়, ষষ্ঠ শ্রেণির ইংরেজি ক্লাসে দুটি বিভাগের মোট ৫৪ জন ছাত্রছাত্রীর উপর করা সমীক্ষায় গবেষকরা জানিয়েছেন, যে বিভাগের ছাত্রছাত্রীরা গোলাপ হাতে নিয়ে ক্লাস করেছে তারা প্রায় ৩০ শতাংশ পড়া মনে রাখতে পেরেছে বাকিদের তুলনায়।

এছাড়া একদল ঘুমন্ত মানুষের পাশেও রাতভর গোলাপ ফুল রেখে দিয়ে গবেষকরা দেখেছেন, যাদের পাশে গোলাপ ফুল ছিল তারা নিশ্চিন্তে ঘুমিয়েছেন। এবং যাদের পাশে গোলাপ রাখা হয়নি তাদের নানা সময়, নানা কারণে ঘুমে ব্যাঘাত ঘটেছে।