বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে আরও


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24


দেশে গত ২৪ ঘণ্টায় ৭২টি পয়েন্টে নদ-নদীর পানি বেড়েছে। কমেছে মাত্র ২৫টি পয়েন্টে।

মঙ্গলবার (২১ জুলাই) বন্যা পূর্ভাবাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এ মুহূর্তে বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১৬টি।

জানা গেছে, ২৮টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গতকাল ছিল ২১টি পয়েন্টে।

শীতলক্ষ্য নদীর পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঢাকা জেলার নদ-নদীর পানি আগামী ৪৮ ঘণ্টায় আরও বাড়বে। ঢাকার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

এছাড়াও ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ও গাইবান্দা, বগুড়া জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, নাটোর, মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর রাজবাড়ি, শরিয়তপুরে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

অপরদিকে সিলেট এবং সুনামগঞ্জ জেলার বন্যার পরিস্থিতি অবনতি থাকবে।