বাংলাদেশ ত্যাগে করোনা সার্টিফিকেট লাগবে বিদেশিদেরও


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24


বিদেশি পাসপোর্টধারীদের বাংলাদেশ ত্যাগ করতে হলে করোনা আক্রান্ত না হওয়ার সার্টিফিকেট লাগবে। এই সিদ্ধান্ত আগামী ২৬ জুলাই থেকে কার্যকর হবে।

এর আগে বাংলাদেশি নাগরিকদের বিদেশ যেতে করোনা আক্রান্ত হওয়ার সনদ সংগ্রহের নির্দেশ দেয় সরকার, যা ২৩ জুলাই থেকে কার্যকর হচ্ছে। বুধবার (২২ জুলাই) এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচক জানিয়েছে, বিদেশি নাগরিকদের মধ্যে কূটনৈতিক মিশন এবং জাতিসংঘ ও তার অঙ্গ সংগঠনে কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। বিদেশি নাগরিকদেরও দেশের ১৪টি জেলার নির্ধারিত স্থানে বিদেশ যাত্রার ৭২ ঘণ্টার মধ্যে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দিতে হবে।

জানা যায়, ১০ বছরের কম বয়সী শিশু যে দেশেরই নাগরিক হোক না কেন, তার জন্য কোভিড পরীক্ষা বাধ্যতামূলক নয়। এছাড়া যেসব বিদেশি ব্যবসার কাজে বাংলাদেশে এসেছেন এবং ১৪ দিনের কম সময় অবস্থান করেছেন তাদেরও সার্টিফিকেট সংগ্রহ করতে হবে না।