বাজারে রিয়েলমির এন্ট্রি লেভেলের ফোন সি ইলেভেন


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24


স্মার্টফোন বাজারে একের পর এক নতুন চমক নিয়ে হাজির হচ্ছে রিয়েলমি।রিয়েলমি সি-টু এবং রিয়েলমি সি-থ্রি এর সফলতার পর এইবার সেই ধারাবাহিকতায় তারা বাজারে আনলো রিয়েলমি সি-ইলেভেন।ফোনটি বিশেষভাবে তৈরি করা হয়েছে তরুন প্রযুক্তি প্রেমীদের কথা মাথায় রেখে।বাংলাদেশে ফোনটির বাজারমুল্য ধরা হয়েছে ৮৯৯০ টাকা।

৬.৫ ইঞ্চির বিশাল এইচডি প্লাস আইপিএস মিনি ড্রপ ডিসপ্লে থাকছে এতে যা সবার বিনোদনের মাত্রা বাড়িয়ে তুলবে এবং প্রানবন্ত করে তুলবে মুভি এবং গেমিং অভিজ্ঞতা। সেই সাথে থাকছে ৫০০০ মিলিএম্পিয়ারের বিশাল ব্যাটারি ব্যাকআপ যা ৪০ দিন পর্যন্ত স্ট্যান্ড বাই সুবিধা দিতে সক্ষম।এর সাথে এতে রয়েছে রিভার্স চার্জিং এর সুবিধা যার ফলে ফোনটিকে পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করা যাবে।

এন্ড্রয়েড ১০ চালিত ১৯৬ গ্রাম ওজনের ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও জি-৩৫ অক্টাকোর প্রসেসর যা ২.৩ গিগাহার্টজ গতিতে কাজ করে।২গিগাবাইট র‍্যামের পাশাপাশি থাকছে ৩২ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ যা এসডি কার্ড ব্যবহারে ২৫৬ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।এতে হালকা থেকে মাঝারি গেমগুলো খুব সহজেই কোন ল্যাগ ছাড়া খেলা যাবে।৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাকও রয়েছে ব্যবহারকারীর বিনোদনের মাত্রা বাড়িয়ে তুলার জন্য।

এতে আছে ডুয়াল এ আই রিয়ার ক্যামেরা।১৩মেগাপিক্সেল এর প্রধান ক্যামেরায় থাকছে এফ/২.২- এর বড় অ্যাপারচার যার সাহায্যে খুব সহজেই সুন্দর প্রানবন্ত ছবি তোলা যাবে।পোট্রের্ট ইফেক্টের জন্য থাকবে অতিরিক্ত ২মেগাপিক্সেলের ক্যামেরা লেন্স।সেলফি তোলার জন্য সামনে থাকছে ৫মেগাপিক্সেলের ক্যামেরা।তবে ফোনটির ক্যামেরার মূল আকর্ষণ ডেডিকেটেড নাইটস্কোপ মোড যার সাহায্যে কম আলোতেও রাতের আঁধারে সুন্দর ডিটেইলসের এর ছবি তোলা যাবে।৩০ ফ্রেমে ১০৮০পিক্সেলে ভিডিও রেকর্ডিং করতে সক্ষম এর ক্যামেরা।

মিন্ট গ্রিন এবং পেপার গ্রে এই ২টি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে ফোনটি।এন্ট্রি লেভেলের ফোন হিসেবে ব্যাটারি, পারফরম্যান্স, ডিজাইন, ক্যামেরা এবং অত্যাধুনিক সব ফিচারের পাশাপাশি সাশ্রয়ী দামের কারনে এই ফোনটিকে বর্তমানে বাজারের সেরা বাজেট ফোন বলা যায়।