মার্কিন পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে নির্মমভাবে খুন হতে হয়েছিল। এ ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়ে চলছে আন্দোলন। সারা বিশ্ব এক হয়ে লড়ছে বর্ণবাদের বিরুদ্ধে।
জর্জ ফ্লয়েডের ছয় বছরের মেয়ে গিয়ান্না বলেছে, বাবা পৃথিবী বদলে দিয়েছে। চাচা স্টেফান জ্যাকসনের কাঁধে বসে থাকা অবস্থায় বাবার সম্পর্কে এক বাক্যে মন্তব্য করতে বললে গিয়ান্না এ কথা বলে।
আর সেই ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করা হলে ব্যাপকহারে ভাইরাল হয়ে যায়। ভিডিওটির নিচে অনেকেই কমেন্টে লিখেছেন, জর্জ ফ্লয়েডের চলে যাওয়াতে তোমার (মেয়ে গিয়ান্না) মতো কেউ কষ্ট পায়নি এবং সম্মানিতও হয়নি।
মার্টিন লুথার কিং সেন্টারের প্রধান এক কমেন্টে লিখেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের হাতে আমার বাবা যখন খুন হন, তখন আমার বয়স মাত্র পাঁচ বছর। আমি এই ব্যথা বুঝি, আমি জানি এটা কতটা কষ্টকর। ক্ষোভের এই যাত্রার বিষয়ে আমার জানা। আমি জানি লোকেরা কী ভাবছে। আমি এটা অনুভব করতে পারছি।
গিয়ান্নার মা রোজি ওয়াশিংটন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বারবার বলছিলেন, জর্জ ফ্লয়েড তার মেয়ের অত্যন্ত ভালো বাবা ছিলেন।
সূত্র : দ্য গ্রিও, দ্য হিল
“Daddy changed the world.”
~6 year-old Gianna Floyd about her father, #GeorgeFloyd. 🖤#BlackLivesMatter pic.twitter.com/IjaJVgOqo1— Be A King (@BerniceKing) June 3, 2020