ঘূর্ণিঝড় সিত্রাং-এর ব্যাপক আঘাতে বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে। তবে আজ মঙ্গলবার বিকেলের মধ্যে ৭০ শতাংশ বিদ্যুৎ ফিরিয়ে আনা যাবে।
আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিং করেন তিনি। এছাড়া বুধবার দুপুরের মধ্যে শতভাগ কানেকশন দেয়া যাবে বলে আশ্বাস দিয়ে তিনি।
আরও পড়ুনঃ আঘাত হেনেছে ‘সিত্রাং’, ৫-৬ ঘণ্টায় অতিক্রম করবে বাংলাদেশ
সম্প্রতি প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, দেশের কৃষি ও শিল্পখাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। এই দুই খাতের সুরক্ষা দিতে যা যা দরকার হয়, সরকার তা করবে। এ জন্য প্রয়োজনে দিনের বেলায় বিদ্যুতের ব্যবহার বন্ধ রাখারও পরামর্শ দেন তিনি।
বক্তব্য প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তিনি শঙ্কা হিসেবে কথাগুলো বলেছেন। অচিরেই সেই শঙ্কা কেটে যাবে।
উল্লেখ্য, সোমবার মধ্যরাতে আঘাত হানা সিত্রাং বাংলাদেশ অতিক্রম করেছে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে আট জেলায় ১২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।