বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল এবং আফগানিস্তান প্রিমিয়ার লিগ-এপিএলে ম্যাচ পাতানোর দায়ে আফগানিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান শফিউল্লাহ শাফাককে ৬ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে বলে জানায় আফগান ক্রিকেট বোর্ড।
রোববার তারা এ তথ্য নিশ্চিত করে। আফগান ক্রিকেট বোর্ড থেকে জানানো হয় শফিকুল্লাহ শাফাক এসিবি- অ্যান্টি করাপশন কোড ভঙ্গ করেছে।
তার বিরুদ্ধে আনিত অভিযোগ হচ্ছে ২০১৮ সালে আফগানিস্তান প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি এবং ২০১৯ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ পাতানোর। এবং সেই সঙ্গে তিনি তার সতীর্থ খেলোয়াড়কেও ম্যাচ পাতানোর প্রস্তাব দিয়েছিলেন।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিনিয়র দুর্নীতি দমন ম্যানেজার সৈয়দ আনোয়ার শাহ কুরাইশী বলেন, ‘সিনিয়র এই ক্রিকেটারের বিরুদ্ধে আফগান ঘরোয়া লিগে গুরুতর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তিনি ২০১৯ সালের বিপিএলেও তার এক সতীর্থকে দিয়ে দুর্নীতি (ম্যাচ ফিক্সিং) করার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি।’
তিনি আরও বলেন, ‘এটা দলের অন্য ক্রিকেটারদের জন্যও সতর্কবার্তা। অন্যায় করলে তার গুরুতর শাস্তি পেতেই হবে।’
শাফাক আফগানিস্তানের জার্সিতে ২৪টি ওয়ানডে এবং ৪৬টি টি-২০ ম্যাচ খেলেছেন। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লীগে বিপিএল) ২০১৮ সালে সিলেট থান্ডারে ছিলেন।