১০২০ দিন দিন পর এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি! এরপর নাকি বিরাট কোহলির ৫ কেজি ওজন কমেছে!
টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ও সবমিলিয়ে ৭১ নম্বর আন্তর্জাতিক সেঞ্চুরি পেতে তাকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘদিন।
কোহলির ইনিংসের পর সম্প্রচারকারী চ্যানেলে শাস্ত্রী বলেছেন, ‘মনে হয় এবার কোহলির ৫ কেজি ওজন কমে গেছে। দয়া করে জিজ্ঞাসা করবেন না কোথা থেকে ওজন কমেছে। নিঃসন্দেহে তার মাথা থেকে পাঁচ কেজি ওজন কমেছে। তার ইনিংসের শেষ ৪০ রান দেখলেই বুঝতে পারবেন। সেই পরিচিত শট, সেই আত্মবিশ্বাস, সেই একাগ্রতা, বোলিংয়ের প্রতি সেই মারমুখী মানসিকতা আবার দেখা গেল। অনেক দিন পর সব দেখতে পেলাম। ‘
আরও পড়ুনঃ নাটকীয় জয়ে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী মনে করছেন, এই সেঞ্চুরি করে কোহলির কাঁধের উপর থেকে বড় বোঝা নেমে গেছে।
এবার অনেক শান্ত মনে খেলতে পারবেন ভারতের সাবেক অধিনায়ক।