সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ রোগীর সংখ্যা ৫৩ লাখ ৫৭ হাজার আটশ ৪০ জন। এ ভাইরাসে বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা ৪০ লাখ ৫০ হাজার দু’শ ৫৭ জন।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের মতে, এখন পর্যন্ত করোনাভাইরাসে সারাবিশ্বে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৯৯ লাখ চার হাজার নয়শ ৬৩ জন এবং মারা গেছে চার লাখ ৯৬ হাজার আটশ ৬৬ জন।
আক্রান্তদের মধ্যে ৫৭ হাজার ছয়শ ৪৩ জনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে ওয়ার্ল্ডওমিটারে। সারাবিশ্বে করোনায় ক্ষতিগ্রস্থ দেশের তালিকায় যুক্তরাষ্ট্র রয়েছে সবার উপরে।
সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২৫ লাখ ৫২ হাজার নয়শ ৫৬ জন এবং মারা গেছে এক লাখ ২৭ হাজার ছয়শ ৪০ জন।
তালিকায় দুই নম্বরে রয়েছে ব্রাজিল, তিনে রাশিয়া ও চার নম্বরে রয়েছে ভারত। আমাদের বাংলাদেশ রয়েছে ক্ষতিগ্রস্থ দেশের তালিকায় ১৭ নম্বরে।
গত বছরের ডিসেম্বরের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এরপর ভাইরাসটি সারাবিশ্বে ছড়িয়ে গেছে। ২১৩টি দেশ ও অঞ্চলে তাণ্ডব চালায় প্রাণঘাতী এ ভাইরাস।
সূত্র : ডাব্লিউএইচও