বিড়ালের ভাগ্যে এভাবেও শিকে ছেড়ে!




বাংলায় একটা প্রবাদ আছে, বিড়ালের ভাগ্যে শিকে ছেঁড়া। এর অর্থ ভাগ্যক্রমে ঈপ্সিত সুযোগ মেলা। তবে যখন ঈপ্সিত সুযোগের চেয়ে অনেক বেশি কিছু মেলে তখন কি বলবেন?
হ্যাঁ এমনটাই  ঘটেছে ম্যাসাচুসেটসের এডওয়ার্ড বৌড্রোয় নামের ব্যক্তির ক্ষেত্রে। বেশ কিছুদিক আগে শখের বসে একটি লটারির টিকেট কিনেছিলেন তিনি। লটারির ড্রর ফলাফল ঘোষণার পর দেখা গেল তিনি ১০ হাজার ডলার জিতেছেন। এরপর খুশিমনে পুরষ্কার সংগ্রহ করতেও যান তিনি। তবে এখানে তার জন্য অপেক্ষা করছিল আরও বড় চমক।
পুরস্কার সংগ্রহ করতে গিয়ে এডওয়ার্ড  দেখেন তিনি জিতেছেন ১ মিলিয়ন ডলার। তবে সাথে সাথেই সব টাকা পাননি এডওয়ার্ড। আপাতত ৬৫ হাজার ডলার নিয়ে খুশি থাকতে হয়েছে তাকে।