ভরিতে ১২৮৩ টাকা বেড়েছে সোনার দাম


gold#paperslife


দেশের বাজারে ভরিতে সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ২৮৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াবে ৮৪ হাজার ৫৬৪ টাকায়। এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে বাজুস

বিজ্ঞপ্তিতে বাজুজ বলছে, দেশের বুলিয়ন বাজারে পাকা সোনার দাম বেড়েছে। সর্বশেষ গত ২২ আগস্ট এই ধাতুর দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ২২৫ টাকা বাড়ানো হয়েছিল। এর আগে গত ৭ আগস্ট সোনার ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা বৃদ্ধি করেছিল বাজুস। তাতে সোনার মূল্য পৌঁছেছিল ৮৪ হাজার ৩৩১ টাকায়। সেটাই ছিল গতকাল পর্যন্ত দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।

আরও পড়ুনঃ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারতের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী

দাম বাড়ায় রোববার থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে ৮৪ হাজার ৫৬৪ টাকা লাগবে। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট সোনার ভরি ৮০ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেট ৬৯ হাজার ১৬৮ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরির দাম দাঁড়াবে ৫৭ হাজার ৩৮৭ টাকায়। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

এদিকে দেশের বাজারে সোনার দাম বাড়লেও আন্তর্জাতিক বাজারে ধাতুটির দাম নিম্নমুখী।